ঝিনাইদহে ৭দিনব্যাপী শ্রী-শ্রী কালী পূজা শুরু

আহমেদ নাসিম আনসারী,ঝিনাইদহ প্রতিনিধি ০৫ মার্চ -২০১৪ :মঙ্গলবার রাতে ঝিনাইদহে ৭দিনব্যাপী শ্রী-শ্রী কালী পূজা শুরু হয়েছে। এ উপলক্ষে জেলা শহরের ষাটবাড়িয়া শ্রী-শ্রী গঙ্গাতলা মন্দির প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পূযা উদযাপন কমিটির কেন্দ্রীয় সহ-সভাপতি সদর উপজেলা চেয়ারম্যান কনক কান্তি দাস। ১৪ হাত কালী পূজার উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ষাটবাড়িয়া গ্রামের বড় মাতব্বর খগেন্দ্রনাথ দাস। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আবু বক্কর,প্রফুল্ল্য কুমার সরকার,পলাশ কুমার বিশ্বাস,প্রসিনজিত ঘোষ শিপন,অরুন কুমার ঘোষ,পৃত্তিষ রঞ্জন বিশ্বাস,বিদ্যুৎ কুমার দাস,স্বপন কুমার দাস,সুশান্ত,গোপাল প্রমূখ।আলোচনা সভা পরিচালনা করেন সুশান্ত কুমার দাস। আলোচনা সভা শেষে প্রধান অতিথি বাংলাদেশ পূযা উদযাপন কমিটির কেন্দ্রীয় সহ-সভাপতি সদর উপজেলা চেয়ারম্যান কনক কান্তি দাস উদ্বোধন ঘোষনা করেন । উদ্বোধনী অনুষ্ঠানে হাজার-হাজার হিন্দু ধর্মালম্ভী লোকের সমাগম ঘটে। শ্রী-শ্রী গঙ্গাতলা মন্দির প্রাঙ্গনে ৭দিনব্যাপী মেলা বসেছে।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।