ছাত্রীদের জিনস নিষিদ্ধ হল এ বার কেরলের মেডিক্যাল কলেজে!

সেই কেরল যেখানে সাক্ষরতার হার সবচেয়ে বেশি। ছাত্রীরা কোন পোশাক পরবেন, আর কোনটা পরতে পারবেন না তা নিয়ে একেবারে ‘মৌলবাদী ফতোয়া’ জারি করে দিল সেই কেরলেরই একটি মেডিক্যাল কলেজ! তিরুঅনন্তপুরমের ওই মেডিক্যাল কলেজে একেবারে নোটিশ দিয়ে ‘ফতোয়া’ জারি করা হয়েছে, ছাত্রীরা জিনস আর ভারী গয়না পরে ডাক্তারি পড়তে আসতে পারবেন না কলেজে। ভাবুন, এই একুশ শতকে দেশের সবচেয়ে সাক্ষর একটি রাজ্যের মেডিক্যাল কলেজে ছাত্রীদের জন্য ওই পোশাক-বিধি চালুর নির্দেশ দেওয়া হয়েছে। কী বিচিত্র এই দেশ!

ছাত্রীদের গয়নার ‘ঝনঝনানি’ ওই ‘ফতোয়া’য় কতটা কমবে, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠে গিয়েছে। বরং এর প্রতিবাদটা মেডিক্যাল কলেজের ছাত্রীদের ‘চৌহদ্দি’ ছাড়িয়ে সমাজের বৃহত্তর পরিসরেও দ্রুত ছড়িয়ে পড়বে বলে মনে করছেন অনেকেই।

প্রতিবাদে অনেকেই টুইট করতে শুরু করেছেন ইতিমধ্যেই। কনফেডারেশন অফ মেডিক্যাল কলেজ ডক্টরসের তরফে সন্তোষ কুমার টুইট করে বলেছেন, ‘‘কোনও কলেজের পোশাক-বিধি থাকতেই পারে। কিন্তু জিনসে আপত্তিটা কীসের? নানা সংস্কৃতির দেশে আমাদের অনেক বেশি উদার হওয়া উচিত।’’

হায়, উদারতা! কী বিচিত্র এই দেশ!

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।