চুয়েটে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

sm20160629194412চট্টগ্রাম: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ‘বিল্ডিং অ্যাওয়ারনেস ফর সেলফ-অ্যাসেসমেন্ট অ্যান্ড কোয়ালিটি অ্যাস্যুয়ুরেন্স ইন হাইয়ার অ্যাডুকেশন (পার্ট-১)’  শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের উদ্যেগে ২৮ জুন (মঙ্গলবার) এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।

এতে বিশেষ অতিথির বক্তব্য দেন ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুয়ুরেন্স সেল (আইকিউএসি), চুয়েট’র পরিচালক অধ্যাপক ড. মো. হযরত আলী, রেজিস্ট্রার (অতি:দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক উজ জামান চৌধুরী।

সিএসই বিভাগের প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হকের সভাপতিত্বে কর্মশালায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, আইকিউএসি, চুয়েট’র সহযোগী পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামান, সিএসই বিভাগের সহকারী অধ্যাপক ড. প্রণব কুমার ধর ও মো. কামাল হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে চুয়েটে’র উপাচার্য বলেন, ‘উচ্চ শিক্ষার মানোন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের একটি যুগান্তকারী উদ্যোগ। গুণগত মানোন্নয়নের নিরন্তর প্রচেষ্টার মাধ্যমে একটি প্রতিষ্ঠানের মর্যাদা বৃদ্ধি পায়।বিশেষ করে, বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানগুলোতে উচ্চ শিক্ষা ও গবেষণায় গুণগত মানের উন্নয়নের বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা যদি নিজের ও প্রতিষ্ঠানের মানের আরো উন্নয়নের নিত্য প্রচেষ্টা অব্যাহত রাখি তাহলে সকলেরই সার্বিক মঙ্গল ও উন্নতি আসবে।’

এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা অংশ নেন।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।