চুয়াডাঙ্গা সরকারী মহিলা কলেজের অনুষ্ঠানে শিক্ষার্থীদের সাথে প্রিন্সিপালের আপত্তিকর ডান্স

Image

জামাল হোসেন , চুয়াডাঙ্গা প্রতিনিধি : শিক্ষকরা সমাজের এমন এক ব্যক্তি যাদের দিকে তাকিয়ে থাকে সব ছাত্রছাত্রীরা। কারণ তাদের আচরণের মুহূর্তগুলি ছাত্র ছাত্রীদের মাঝে খুব অনুসরণযোগ্য। কিছু কার্যকলাপ যদি মানানসই না হয় শিক্ষা প্রতিষ্ঠানের কাছে তবে তা দৃষ্টিকটু হয়।

এমনই এক ঘটনা ঘটলো চুয়াডাঙ্গা জীবননগর সরকারী মহিলা কলেজ ক্যাম্পাসে বসন্ত বরণ অনুষ্ঠানে আনন্দ ফুর্তি করতে গিয়ে কলেজের প্রিন্সিপাল আলাউদ্দিন সাহেব মঞ্চে উঠে ভাষা শহীদদের মাসে হিন্দি গানের সাথে শিক্ষার্থীদের নিয়ে অশ্লীল ডান্স করতে থাকে তা দেখে অনুষ্ঠানের উপস্থিত অতিথিরা, চক্ষু চড়কগাছ হয়েছে।
আর সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধমে ফেসবুকে ভাইরাল হতে তুলকালাম কাণ্ড বাধে। সে সাথে অভিবাবক ও সমাজের সচেতন মহলের মধ্যে দেখা যাচ্ছে চাপা ক্ষোভ।
কলেজের প্রিন্সিপাল শিক্ষার্থীদের সাথে এমন নাচের ভঙ্গি দেখে অনেকেই ‘অশ্লীল’ বলে মন্তব্য করেছেন। কিন্তু শিক্ষক-শিক্ষিকাদের এই বিষয়টি অবশ্যই মাথায় রাখা উচিত যে শিক্ষাঙ্গনে একটু তাদের মানিয়ে চলা কারণ ব্যক্তিগত জীবন অবশ্যই তাদের আছে কিন্তু তা যেন কখনোই শিক্ষার্থীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি না করে। তার উপর যদি এমন ঘটনা ঘটে শিক্ষাঙ্গনে, তাহলে তো সমালোচনার মুখে পড়াটাই স্বাভাবিক।
এব্যপারে কলেজ সভাপতি জীবননগর উপজেলা নির্বাহী অফিসার সিরাজুল ইসলামের মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি কলটি রিসিব না করায় তিনার কোনো মন্তব্য নেয়া সম্ভব হয় নি।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।