চাঁদাবাজের ভয়ে ইটভাটা মালিকের মৃত্যু

শিক্ষা বার্তা ডটকম . চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার লোকনাথপুরে চাঁদাবাজরা চাঁদা দাবি করায় বেস্ট ইটভাটার মালিক বখতিয়ার হোসেন (৫৬) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। মঙ্গলবার দুপুর ১২টায় দর্শনা মডার্ণ ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি দামুড়হুদা উপজেলার লোকনাথপুর গ্রামের মৃত দাউদ আলীর ছেলে।

জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারি বিকেলে ইটভাটার মালিক বখতিয়ার হোসেনের কাছে চাঁদাবাজরা মোবাইল ফোনে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। এতে ঘটনাস্থলেই তার স্ট্রোক হলে দর্শনা মডার্ণ ক্লিনিকে ভর্তি করা হয় তাকে।

মঙ্গলবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সাবেক ইউপি সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী বখতিয়ার হোসেনের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে আধ ঘণ্টার মধ্যেই উক্ত চাঁদাবাজরা আবার  ফোন করে। মারা গেলেও সে সম্পদ রেখে গেছে স্মরণ করিয়ে দিয়ে চাঁদা সময় মতো পরিশোধ না করলে প্রতিশোধ নেবার হুমকি দেয়।

এ ব্যাপারে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, ঘটনাটি আমার জানা নেই।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।