চবি উপাচার্যকে হত্যার হুমকির ঘটনায় হাটহাজারি থানায় জিডি

ctg-u-news-picচবি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরীকে হত্যার হুমকির ঘটনায় নিরাপত্তা চেয়ে জিডি করা হয়েছে। আজ শনিবার বিকালে হাটহাজারী মডেল থানায় হত্যার হুমকির দুই দিন পর এ জিডি করা হয়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. কামরুল হুদা বিশ্ববিদ্যালয়ের প্যাডে লিখিত আকারে জিডিটি বিকাল ৪টার দিকে থানায় পৌঁছে দেন।

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল জানান, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে হত্যার হুমকি দেওয়ায় তিনি নিরাপত্তা চেয়ে একটি জিডি করেছেন। আমরা এ বিষয়টি খুব গুরুত্ব সহকারে দেখছি।

উল্লেখ্য, গত ২৮ জুলাই বৃহস্পতিবার সকালে একটি উড়ো চিঠির মাধ্যমে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় উপাচার্য ড. অনুপম সেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরীসহ পাঁচ বিশিষ্টজনকে হত্যার হুমকি দেওয়া হয়। কিন্তু ওই চিঠিতে কোন প্রেরকের নাম-ঠিকানা ছিল না বলে জানা গেছে।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।