চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী উপ-উপাচার্য নিয়োগ

cu_121803চট্টগ্রাম বিশ্বঃ প্রতিনিধি : প্রথমবারের মতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নারী উপ-উপাচার্য নিয়োগ দেয়া হয়েছে।

সোমবার বাংলা বিভাগের অধ্যাপক শিরীন আখতারকে বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য হিসেবে নিয়োগ দেয়া হয়। রেজিস্ট্রার অধ্যাপক কামরুল হুদা বিষয়টি নিশ্চিত করেছেন।

শিরীন আখতার বিশ্ববিদ্যালয়ের অষ্টম উপ-উপাচার্য হলেন।

গতবছরের ১৫ জুন উপ-উপাচার্য অধ্যাপক ইফতেখার উদ্দিন উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ার পর থেকে পদটি খালি ছিল।

১৯৮৪ সালে স্নাতকোত্তর সম্পন্ন করা শিরীন আখতার ১৯৯৬ সালের ১ জানুয়ারি বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন। এর আগে চট্টগ্রামের এনায়েত বাজার মহিলা কলেজে কিছুদিন শিক্ষকতা করেন তিনি।

শিরীন আখতার ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পিইএচডি ডিগ্রি অর্জন করেন।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।