• Home
  • নিউজ
  • চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ ।। আহত ৩
Image

চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ ।। আহত ৩

নিউজ ডেস্ক,২৯ জানুয়ারী ২০২৩: চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের কলেজ সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রুপের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে।

আজ রোববার (২৯ জানুয়ারি) দুপুরে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

আরো পড়ুন: নজরুল বিশ্ববিদ্যালয় থেকে প্রথম সহকারী জজ হয়েছেন তানিয়া

ক্যাম্পাস সূত্রে জানা গেছে, কলেজের পরিসংখ্যান বিভাগে শিক্ষা সফর নিয়ে একটি বৈঠকে ঘটনার সূত্রপাত। ওই বৈঠকে কথা-কাটাকাটিকে কেন্দ্র করে কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম ও সাধারণ সম্পাদক সুভাষ মল্লিক সবুজের অনুসারীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি মনির উদ্দিন গণমাধ্যমে বলেন, শিক্ষা সফরের একটি বৈঠক নিয়ে ঝামেলা হয়েছে। এতে কয়েকজন আহত হয়েছেন।

চকবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, একটি বিভাগের শিক্ষা সফর নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ হয়েছে। কলেজে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

Facebooktwitterredditpinterestlinkedinby feather

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Facebooktwitterredditpinterestlinkedinby feather