কোচিং এর ডাক নাম অতিরিক্ত ক্লাসঃ বাতিল দাবী না হলে আন্দোলন

কোচিং বাণিজ্য বন্ধে জেল-জরিমানা দাবি অভিভাবকদেরcoaching

নিজস্ব প্রতিবেদকঃ শ্রেনিপাঠদানের চেয়ে কোচিং বানিজ্যকে বেশি প্রাধান্য দেওয়ায় কোচিং বাণিজ্যের দায়ে ৫ বছরের জেল ও ২৫ লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান চাচ্ছেন অভিভাবকরা।

রাজধানীর বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের স্বার্থ নিয়ে আন্দোলনকারী সংগঠন অভিভাবক ঐক্য ফোরাম শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাবি জানিয়েছে।

বিজ্ঞপিতে বলা হয় দেশের সেরা বিদ্যালয়গুলোতে শ্রেনিকক্ষে পাঠদানের চেয়ে কোচিং যাকে ভালবেসে বলে অতিরিক্ত ক্লাস । এই অতিরিক্ত ক্লাস এবং টাকা অপচয় বন্ধোর দাবিতে মানববন্ধন করেন তারা।  সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিয়াউল কবির দুলু ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আতিকুর রহমান যুক্ত বিবৃতিতে আরও বলেন, প্রস্তাবিত শিক্ষা আইন অনতিবিলম্বে সংসদে পাস করতে হবে।

তারা আইনের আরও তিনটি ধারা সংশোধনের দাবি করেছে। এগুলো হচ্ছে, ধারা ২১(৫) গাইড বই ও নোট বই ধারা সংশোধন করে সহায়ক পুস্তিকা প্রকাশকে নিষিদ্ধ করতে হবে।

তা না হলে সহায়ক পুস্তিকা নামে নোট বই বা গাইড বই প্রকাশ সম্প্রসারিত হইবে। এ ক্ষেত্রেও ৫ বছরের জেল ও ২৫ লাখ টাকার জরিমানার বিধান করতে হবে।

ধারা ২২(৮) পরিবর্তন করে ম্যানেজিং কমিটির স্থলে সরকার কর্তৃক টিউশন ফি নির্ধারণ করার বিধান রাখতে হবে।

ধারা ২৪(২) শারিরীক শাস্তির বিধানে ৩ মাসের স্থলে ১ বছরের জেল নির্ধারণ করতে হবে।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।