করোনা আক্রান্ত শিক্ষকদের তালিকা চেয়েছে অধিদপ্তর

dpe-gov-shikkha

নিজস্ব প্রতিবেদক | ০২ জুন, ২০২০

কভিড-১৯ ভাইরাসে আক্রান্ত সারাদেশের প্রাথমিক শিক্ষকদের তালিকা চেয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সেই তথ্য অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করারও সিদ্ধান্ত হয়েছে।

রোববার(৩১ মে) অধিদপ্তর থেকে চিঠি দিয়ে প্রাথমিকের বিভাগীয় উপপরিচালকদের নির্দেশ দেওয়া হয়। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. ফসিউল্লাহ এ তথ্য নিশ্চিত করেন।

আট বিভাগের বিভাগীয় উপপরিচালকদের কাছে পাঠানো চিঠিতে বলা হয়, করোনা মহামারিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষকরা আক্রান্ত হয়ে থাকলে নির্দিষ্ট ছকে তাদের প্রাত্যহিক তথ্য অধিদপ্তরে পাঠাতে হবে। বিভাগীয় উপপরিচালকরা প্রতিদিন দুপুর ২টার মধ্যে অধিদপ্তরের মহাপরিচালক বরাবর ই-মেইলে তথ্যগুলো পাঠাবেন।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (সংস্থাপন) মো. দোলোয়ার হোসেন স্বাক্ষরিত এ আদেশে আরও জানানো হয়, আক্রান্ত কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষকদের তথ্য প্রতিদিন অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। রোববার ‘করোনার সঙ্গে লড়ছেন শতাধিক প্রাথমিক শিক্ষক’ শীর্ষক সংবাদ প্রকাশিত হয়। সেদিনই প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে এ নির্দেশ জারি করা হয়েছে।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।