এ বছর বিজ্ঞানে ফল ভালো : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, এ বছর এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগের ফল আগের বছরের তুলনায় অনেক ভালো। এ বছর এ বিভাগ থেকে পরীক্ষায় অংশগ্রহণকারীর সংখ্যাও বেড়েছে। গেল বছরের চেয়ে এবছর বিজ্ঞান বিভাগে ২৪ হাজার ৫৫১ জন পরীক্ষার্থী বেশি অংশগ্রহণ করেছে। এবছর বেশি পাস করেছে ১০ হাজার ৮৫৫ জন।

বৃহস্পতিবার সচিবালয়ে আনুষ্ঠানিক ফলাফল প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এসব কথা বলেন।

তিনি জানান, বিদেশ কেন্দ্রে অংশগ্রহণকারী পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২৮৫ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২৬৩ জন। ফেল করেছে ১৭জন। বিদেশে শতভাগ প্রতিষ্ঠানের সংখ্যা ১টি। সেখানে কেন্দ্র সংখ্যা ছিল ৭টি।

মন্ত্রী বলেন, এ বছর পরীক্ষায় কারিগরি শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী বেড়েছে ২০ হাজার ৯৮৬ জন। গেল বছরের চেয়ে পাস করা শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে ১০ হাজার ১৮৫ জন। কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার কমেছে ৫.৮৩ শতাংশ। জিপিএ ৫ কমেছে ২১৩ জন।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।