এবার গিনেস বুকে নাম লেখালেন জাককানইবির মনিরুল

Image

এক হাতের পিঠে সর্বোচ্চ সংখ্যক পেন্সিল ব্যালান্স করে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখালেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) ১৪তম ব্যাচের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মনিরুল ইসলাম।

শনিবার (২৫ সেপ্টেম্বর) এতথ্য জানা যায়। এর আগে শুক্রবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুকের পক্ষ থেকে স্বীকৃতির বিষয়টি তিনি জানান।

বাংলাদেশের হয়ে ১৫তম গিনেসে নাম লেখানো মমিনুল ইসলামের করা রেকর্ডটি ছিল ‘দ্য মোস্ট পেন্সিল ব্যালেন্স অন দ্য ব্যাক অব দ্য হ্যান্ড ইন থার্টি সেকেন্ড’ টাইটেলের উপর। তিনি এ বছরের ৩ জুন মাত্র ৩০ সেকেন্ডে ৫০টি পেন্সিল ব্যালান্স করার কৃতিত্ব অর্জন করেন। তার বাড়ি কিশোরগঞ্জের ভৈরব।

এর আগের রেকর্ডটিও ছিল ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীর। তার নাম সিয়াম রেজোয়ান খান। তিনি ৩০ সেকেন্ডে ৪৪টি পেন্সিল ব্যালান্স করতে পেরেছিলেন।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।