উন্মুক্ত হল শিশুদের জন্য ডিজিটাল বই

bookপ্রযুক্তি ডেস্কঃ শিশুদের পড়াশোনার জন্য ডিজিটাল বই উন্মুক্ত করেছে তথ্যপ্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান ট্যাপওয়্যার।
সম্প্রতি ‘আই লার্ন মাইসেলফ’ নামের ওই ডিজিটাল বইটি শিশুরা আইপ্যাড, ট্যাবলেট কম্পিউটার, স্মার্টফোনে ব্যবহার করে সহজেই পড়তে পারবে। ডিজিটাল বইটি উন্মোচন অনুষ্ঠানে ট্যাপওয়্যারের অন্যতম প্রতিষ্ঠাতা ও কম্পিউটার প্রোগ্রামিং বইয়ের লেখক নিটন মোহাম্মদ কামরুজ্জামান বলেন, প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের জন্য আই লার্ন মাইসেলফের আওতায় একাধিক শিক্ষামূলক গেম ও অ্যাপস প্রকাশ করা হবে। আমরা মনে করি, সময়োপযোগী এ উদ্যোগের মাধ্যমে কোমলমতি শিশুদের পড়াশোনা ও জ্ঞানবিকাশ আনন্দদায়ক হবে।  https://www.facebook.com/tappware?_rdr=p  এ লিংক থেকে আই লার্ন মাইসেলফ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।