উত্তীর্ণ ১৮ হাজার প্রাথমিক শিক্ষকের জন্য আশার বাণী

Image

ডেস্ক,২৪ জানুয়ারী:

হাইকোর্টের রুল জারি করার পর একপ্রকার আটকে আছে সদ্য উত্তীর্ণ ১৮ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ কার্যক্রম। পদায়নে অপেক্ষারত নব্য শিক্ষকদের এবার আশার বাণী শোনালেন অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ ১৮ হাজার ১৪৭ জন প্রার্থীর নিয়োগে বাঁধা দূর করতে আইনি সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। এছাড়া নারী কোটায় শতকরা ৬০ ভাগ নিয়োগেও আইনি সহায়তা দেবেন শিক্ষাসংক্রান্ত মামলা পরিচালনায় অভিজ্ঞ এ আইনজীবী। ইতোমধ‌্যে এই আইনজীবী সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষায় নারী কোটায় ভোলা জেলায় ২৯টি পদ সংরক্ষণ করতে উচ্চ আদালত থেকে নির্দেশনা পেয়েছেন।

২২ জানুয়ারি সুপ্রিম কোর্টের সাংবাদিকদের কাছে অ্যাডভোকেট ছিদ্দিক উল্লাহ মিয়া এ কথা বলেন।

ছিদ্দিক উল্লাহ মিয়া বলেন, ‘প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে কোটা সংক্রান্ত নীতিমালা অনুসরণ না করায় আদালত সম্পূর্ণ নিয়োগ নিয়ে রুল জারি করেছেন। এছাড়া কয়েকটি জেলার প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ স্থগিত করেছেন উচ্চ আদালত।’

উচ্চ আদালতের এসব আদেশের ফলে ২০১৯ সালের ২৪ ডিসেম্বর সহকারী শিক্ষক পদে চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ ১৮ হাজার ১৪৭ জনের নিয়োগ প্রক্রিয়া ঝুলে গেছে।

ছিদ্দিক উল্লাহ মিয়া আরো বলেন, ‘১৮ হাজার ১৪৭ জনের নিয়োগ চূড়ান্ত করতে আমি আইনি সহায়তা দিতে প্রস্তুত। একইসঙ্গে প্রত্যেক জেলায় নারী কোটায় বাদ পড়া নিয়োগ প্রার্থীদেরও তাদের অধিকার আদায়ে সহায়তা দিচ্ছি। নোয়াখালী, কুমিল্লা, পাবনা, বরিশাল বিভিন্ন জেলার প্রার্থীরা এ বিষয়ে যোগাযোগ করেছেন।’


Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।