আবাসিক শিক্ষার্থীদের জন্য খুবি‘র হল খুলছে ১৮ অক্টোবর

Image

খুলনা বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের জন্য ১৮ অক্টোবর থেকে হল খুলে দেওয়া হচ্ছে। ওইদিন থেকে মাস্টার্স ও স্নাতক ৪র্থ বর্ষের শিক্ষার্থীরা এবং ২৬ অক্টোবর থেকে অন্যান্য বর্ষের শিক্ষার্থীরা পর্যায়ক্রমে হলে উঠতে পারবেন।

বুধবার (২৯ সেপ্টেম্বর) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ২১৫তম (জরুরি) সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের সম্মেলন কক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেনের সভাপতিত্বে সভায় হল খোলার ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসির নির্দেশনা এবং বিশ্ববিদ্যালয়ের হলসহ বিভিন্ন বিষয় পর্যালোচনা করে হল খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।