অনার্স পরীক্ষার ফল প্রকাশ

ঢাকা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৯ সালের অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা থেকে এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন শিক্ষার্থীরা।এছাড়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকেও ফল জানা যাবে।

তবে, বিএসসি অনার্স কোর্সের বিভিন্ন বিষয়ের যেসব শিক্ষার্থীর ব্যবহারিক পরীক্ষা করোনার কারণে গ্রহণ করা সম্ভব হয়নি সেসব পরীক্ষাদের ফল স্থগিত রাখা হয়েছে। শিগগিরই ব্যবহারিক পরীক্ষা গ্রহণের পর এসব শিক্ষার্থীর ফল প্রকাশ করা হবে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের পরিচালক মো. ফয়জুল করিম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পরীক্ষার ফল জানতে যে কোনো মোবাইলের মেসেজ অপশনে গিয়ে NUH3Exam Roll লিখে ১৬২২২ নম্বরে সেন্ড করতে হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.ac.bd/results থেকেও জানা যাবে।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।