‘১০ টাকায় একাউন্ট খুলতে পারবে পথশিশুরা’

ডেস্ক: বাংলাদেশ ব্যাংক গভর্নর ড. আতিউর রহমান জানিয়েছেন, আগামী সোমবার ১০ মার্চ থেকে সুবিধাবঞ্চিত ও অভিভাবকহীন শিশুরা ১০ টাকায় ব্যাংকে সঞ্চয়ী হিসাব খুলতে পারবে।’১০ টাকায় একাউন্ট খুলতে পারবে পথশিশুরা’ বাংলাদেশ ব্যাংক গভর্নর ড. আতিউর রহমান।

112শনিবার চট্টগ্রামে স্কুল ব্যাংকিং কনফারেন্সে প্রধান অতিথির বক্তৃতা দেওয়ার সময় একথা জানান তিনি। এসময় তিনি আরো জানান, স্কুলের শিক্ষার্থীরা একশ’ টাকা ব্যাংকে জমা দিয়ে হিসাব খুলতে পারবে। ড. আতিউর রহমান বলেন, “আগামী দুই দিনের মধ্যে পথশিশুদের হিসাব খোলার জন্য একটি সার্কুলার জারি করবে বাংলাদেশ ব্যাংক। সুবিধাবঞ্চিত পথশিশুরা যদি হিসাব খুলতে পারে তা হলে বাংলাদেশ হবে আর্থিক অন্তর্ভুক্তির এক নম্বর দেশ।” স্কুল ব্যাংকিং কার্যক্রম সম্পর্কে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, “স্কুল শিক্ষার্থীদের জন্য ২০১০ সালের ২ নভেম্বর থেকে শুরু হওয়া এই কার্যক্রমে দেশের ৪৭ ব্যাংকে ২০১৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত হিসাব খুলেছে দুই লাখ ৮৬ হাজার জন। আর তাদের এসব হিসাবে তিন বছরে জমা হয়েছে ৩০৪ কোটি টাকা। আর ৯৬ হাজার কোটি টাকা জমা হলে তারা নিজেরাই একটা ব্যাংক খুলতে পারবে।” দক্ষিণ এশিয়ায় ব্যাংকিং কার্যক্রমে বাংলাদেশের অবস্থান দুই নম্বর উল্লেখ করে তিনি বলেন, “শ্রীলংকার পরেই ব্যাংকিং কার্যক্রমে আমাদের দেশের অবস্থান। পথ শিশুদের জন্যও হিসাব খোলার সুযোগ তৈরি হলে আমাদের অবস্থান চলে আসবে এক নম্বরে। কারণ বর্তমানে বাংলাদেশের রিজার্ভ রয়েছে ১৯ বিলিয়ন ডলার।” নারী দিবস উপলক্ষে ড. আতিউর রহমান বলেন, “নারীর ক্ষমতায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে মাত্র ১০ শতাংশ সুদের ঋণ সুবিধায় ডেলের কম্পিউটার (ডেস্কটপ ও ল্যাপটপ) কিনতে পারবেন নারী উদ্যোক্তা ও শিক্ষার্থীরা। মাত্র ২০ শতাংশ এককালীন অর্থ দিয়ে তারা এ কম্পিউটার কিনতে পারবেন। আর ৮০ শতাংশ অর্থ দেওয়া হবে ব্যাংকের পক্ষ থেকে। নারী উদ্যোক্তারা ই -কমার্সের মাধ্যমেও নিজেদের ভাগ্য উন্নয়ন করতে পারবে।” বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ম মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম অঞ্চলের নির্বাহী পরিচালক মোহাম্মদ মাসুম কামাল ভুঁইয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রূপালী ব্যাংকের মহাব্যবস্থাপক দেবাশীষ চক্রবর্তী, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ নওশাদ আলী চৌধুরী, বাংলাদেশ ব্যাংক পরিচালনা পর্ষদের পরিচালক অধ্যাপক হান্নানা বেগম। কনফারেন্সের শুরুতে ৫২টি স্টল ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করেন বাংলাদেশ ব্যাংক গভর্নর। অনুষ্ঠানের পরে নৃত্য ও নাটক পরিবেশন করেন ঢাকা ও চট্টগ্রামের শিল্পীরা।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found