*৫০ টি সাম্প্রতিক তথ্য**বাংলাদেশ বিষয়াবলি**

১. বাংলাদেশের বর্তমান মোট উপজেলা-
৪৯০ টি
২. বাংলাদেশের সর্বশেষ উপজেলা-
কর্ণফুলী,
চট্টগ্রাম।
৩. বাংলাদেশের বর্তমান মোট থানা-
৬৪০ টি।
৪. সর্বশেষ থানা- মাধবদি, নরসিংদী।
৫. মোট পৌরসভা- ৩২৬ টি।
৬. সর্বশেস পৌরসভা- আলফাডাঙ্গা,
ফরিদপুর।
৭. মোট স্থলবন্দর- ২৩ টি
৮. সর্বশেষ স্থলবন্দর- বাল্লা, চুনারুঘাট,
হবিগঞ্জ।
৯. মোট সিটি কর্পারেশন- ১১ টি
১০. সর্বশেষ সিটি কর্পরেশন- গাজীপুর।
প্রস্তাবিত- ময়মনসিংহ।
১১. বর্তমান বাংলাদেশের জনসংখ্যা
(অর্থনৈতিক
সমীক্ষা ১৬)- ১৫ কোটি ৯৯ লাখ।
১২. জনসংখ্যা (আদমশুমারী ১১)- ১৪
কোটি ৯৭ লাখ
(প্রায়)
১৩. জনসংখ্যা (বিশ্ব জনসংখ্যা
রির্পট-১৫)- ১৬ কোটি
১০ লাখ
১৪. জনসংখ্যা বৃদ্ধির হার- ১.৩৭% (অ.
স-১৬)।
১৫. জনসংখ্যার ঘনত্ব (প্রতি বর্গ
কিমিতে) – ১০৬৩
জন ।
১৬. নারী -পুরুষ অনুপাত- ১০০ঃ১০০.৫।
১৭. গড় আয়ুস্কাল- ৭০.৭ বছর।
১৮. স্বাক্ষরতার হার- ৬২.৩%
১৯. মাথাপিছু আয়- ১৪৬৬ মা.ড। (১,১৪,৫৪৭
টাকা)
২০. এডিপির পরিমাণ- ১ লাখ ১০ হাজার
৭০০ কোটি টাকা।
২১. করমুক্ত আয়সীমা- ২লাখ ৫০ হাজার।
(সাধারণ
ব্যক্তিশ্রেণী)
২২. রাষ্ট্রায়ত্ব ব্যাংক- ৬ টি
২৩. তফসিলি ব্যাংক- ৫৭ টি
২৪. সর্বশেষ তফসিলি ব্যাংক- সীমান্ত
ব্যাংক।
২৫. উপজাতি বা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর
সংখ্যা- ৪৮ টি
(প্রচলিত তথ্যমতে ৪৫ টি)।
২৬. বাংলাদেশ বিশ্বে ধান উৎপাদনে-
৪র্থ।
২৭. পাট উৎপাদনে- ২য়।
২৮. আলু উৎপাদনে- ৮ম।
২৯. সবজি উৎপাদনে- ৩য়।
৩০. প্রবাসী আয়ে- ৭ম।
৩১. বিশ্বে জনসংখ্যায়- ৮ম।
৩২. সার্ক দেশগুলোর মধ্যে জনসংখ্যায়-
৩য়।
৩৩. মুসলিম দেশগুলোর মধ্যে জনসংখ্যায়-
৪র্থ।
৩৪. জনসংখ্যায় এশিয়ায়- ৫ম।
৩৫. মিঠা পানির মাছ উৎপাদনে- ৪র্থ।
৩৬. চা উৎপাদনে-৪র্থ।
৩৭. ধান উৎপাদনে বাংলাদেশের শীর্ষ
জেলা-
ময়মনসিংহ।
৩৮. গম উৎপাদনে – নাটোর।
৩৯. পাট উৎপাদনে- ফরিদপুর।
৪০. চা উৎপাদনে- মৌলভিবাজার।
৪১. বর্তমান দেশে চা বাগান- ১৬৬ টি।
৪২. সর্বশেষ চা বাগান- নীলফামারীতে।
৪৩. একদিনের ক্রিকেট র্যাংকিং- ৭ম।
৪৪. টেস্ট ক্রিকেট র্যাংকিং- ৯ম।
৪৫. পাবলিক বিশ্ববিদ্যালয়- ৩৯ টি।
৪৭. মানব উন্নয়ন সূচকে-১০৪ তম।
৪৮. শান্তি রক্ষা মিশনে সেনা প্রেরণে-
১ম।
৪৯. বর্তমান প্রধান বিচারপতি- মণিপুরী
সম্প্রদায়ের।
৫০. মোবাইল ফোন ব্যবহারে বাংলাদেশ
-৯ম।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।