৪ অক্টোবর উন্নয়ন মেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ডেস্ক,৩ অক্টোবর: আগামী ৪ থেকে ৬ অক্টোবর ৪র্থ উন্নয়ন মেলা অনুষ্ঠিত হবে। ‘উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের সব জেলা ও উপজেলায় অনুষ্ঠিত হবে এই উন্নয়ন মেলা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করবেন। মঙ্গলবার (২ অক্টোবর) বিকালে প্রধানমন্ত্রী কার্যালয়ের করবী মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্যসচিব নজীবুর রহমান এ তথ্য জানান।

নজীবুর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৪ অক্টোবর সকাল ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একযোগে দেশের সব জেলা ও উপজেলা পর্যায়ের এ মেলার উদ্বোধন ঘোষণা করবেন।’

নজীবুর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রীর কাছে বাংলাদেশের উন্নয়নের গতিধারা অব্যাহত থাকার প্রত্যাশা ব্যক্ত করেছেন বিশ্ব নেতারা। তরুণ প্রজন্ম উন্নয়ন মেলায় এসে যেন নিজেদেরকে নতুনভাবে আবিস্কার করে সে আয়োজন থাকছে। তরুণ প্রজন্ম ভবিষ্যতের জন্য একটা নতুন পাথেয় নিয়ে ফিরবে।’

তিনি বলেন, ‘মেলায় উদ্ভাবনী কিছু বিষয় থাকবে। শহরের সুবিধা কীভাবে গ্রামে পৌঁছাবে সেটা তরুণ প্রজন্ম উপলব্ধি করতে পারবে এই মেলায়। এই মেলায় ডেল্টা প্ল্যান আনুষ্ঠানিকভাবে তুলে ধরা হবে।’

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এই মুখ্যসচিব বলেন, ‘যেকোনও দেশের উন্নয়নে নেতৃত্ব একটা বিষয়। আমাদের উন্নয়ন নেতৃত্বে থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগে জনগণের অংশীদারিত্ব বৃদ্ধি করা এ মেলার অযতম উদ্দেশ্য।’ তিনি বলেন, ‘ঢাকা জেলা প্রশাসন শেরেবাংলা নগর আন্তর্জাতিক বাণিজ্য মেলার মাঠ প্রাঙ্গণে এবারে ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা আয়োজন করেছে। এ মেলায় স্টল থাকবে ৩৩০টি। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামগ্রিক তত্ত্বাবধানে আয়োজিত এ মেলায় সরকারের সব মন্ত্রণালয় ও অধিদফতর অংশগ্রহণ করবে।’

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।