৪৫০ সহকারী শিক্ষককে সহকারী প্রধান শিক্ষক পদে পদায়ন

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ৪৫০ জন সহকারী শিক্ষককে বিভিন্ন সরকারি বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক পদে বদলী ভিত্তিক পদায়ন করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ খবর জানা গেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ওই ৪৫০ শিক্ষক-শিক্ষিকাকে বিভিন্ন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকের শূন্য পদে শর্ত সাপেক্ষে বদলী ভিত্তিক পদায়ন করা হয়েছে।

শর্ত অনুযায়ী বলা হয়েছে শিক্ষা মন্ত্রণালয় চাইলে যেকোনো সময় বিনা নোটিশে তাদের চলতি দায়িত্বের আদেশ প্রত্যাহার করা হবে। পাশাপাশি তারা সহকারী প্রধান শিক্ষক পদের কোনো আর্থিক সুবিধা পাবেন না।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।