৩ তালাক প্রথাকে অপরাধ বলে গণ্য: মোদীর মন্ত্রিসভা

নয়াদিল্লি: তিন তালাক সম্পর্কিত আইনের পথে আরও একধাপ এগিয়ে গেল সরকার৷ সংবাদ সংস্থা এএনআই জানাচ্ছে, কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে তিন তালাক বিল পাশ হয়েছে৷ এরপর এই বিলকে আইনে পরিণত করতে রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে৷ এই বিল অনুযায়ী, বিতর্কিত তিন তালাক প্রথাকে ‘অপরাধ’ হিসেবে গণ্য করা হল।

সংখ্যালঘু মুসলিম সমাজে ‘তিন তালাক’ প্রথার ব্যবহার নিয়ে বিস্তর অভিযোগ ওঠে৷ মহিলারা এই প্রথার শিকার হন৷ ফলে প্রথাটি ঘিরে পক্ষে-বিপক্ষে বিভিন্ন মত উঠে এসেছে৷ সম্প্রতি তিন তালাক প্রথা মামলায় সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, ৬ মাসের মধ্যে এই বিষয়ে আইন করতে হবে কেন্দ্রকে৷

 আদালতের নির্দেশ অনুসারে, এই ৬মাস তিন তালাক দেওয়া যাবে না৷ সরকার আইন তৈরি করার পরই পরবর্তী পদক্ষেপ৷ সংসদ কি ধরনের আইন তৈরি করবে, তার ওপরই সবকিছু নির্ভর করছে৷ তিন তালাক সংক্রান্ত সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়েছে, এই নিয়ে আলোচনা করুক এবং আগামী ৬ মাসের মধ্যে কি হতে চলেছে তিন তালাকের ভবিষ্যৎ তা স্পষ্ট করে দিক।
Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।