৩ কোচিং সেন্টার সিলগালা

ডেস্ক,২২ ফেব্রুয়ারী:

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ অমান্য করে কোচিং খোলা রাখায় রাজশাহীতে ৩টি কোচিং সেন্টার সিলগালা করে দিয়েছে প্রশাসন। গত এক সপ্তাহে অভিযান চালিয়ে প্রশাসন কোচিং ৩টি বন্ধ করে দেয়। এ সময় ২ কোচিং সেন্টারকে ২০০০ টাকা করে জারিমানাও করা হয়।

এর আগে এসএসসি ও সমমানের পরীক্ষাকে কেন্দ্র করে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেয় শিক্ষা মন্ত্রণালয়। এরপরেও নিষেধাজ্ঞা অমান্য করে কোচিংগুলো চালু করা হয়েছিল।

কোচিংগুলো হল- নগরীর সিঅ্যান্ডবি মোড় এলাকায় অবস্থিত শিমুল মোমোরিয়াল, মালোপাড়া পুলিশ ফাঁড়ি এলাকায় অবস্থিত শাহিন স্কুল এবং নগরীর উপকণ্ঠ কাটাখালী এলাকায় অবস্থিত জেনুইন মডেল অ্যাকাডেমি। প্রথম দুটি কোচিংকে ২ হাজার করে টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আরা বিষয়টি নিশ্চিত করে বলেন, মাধ্যমিক ও সমমান পরীক্ষা চলাকালীন কোচিং সেন্টারগুলো বন্ধ রাখার জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দেশনা রয়েছে। কিন্তু কোচিংগুলো চালু ছিল।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।