৩৭তম বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি বাংলাদেশ বিষয়াবলী

bcs১. ১৯৪৭ সালের ১৭ মে কে উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার প্রস্তাব দেন?

ক. চৌধুরী খলীকুজ্জামান   খ. ড. জিয়াউদ্দিন আহমদ

গ. উভয়টি                  ঘ.  কোনটিই নয়।

২. ১৯৭১ সালের কত তারিখে ইয়াহিয়া খান জাতীয় পরিষদের অধিবেশন আহ্বান করেন?

ক. ২ মার্চ                   খ. ৩ মার্চ

গ. ৭ মার্চ                    ঘ. কোনটিই নয়।

৩. মুজিবনগর স্বাধীন বাংলাদেশের আইনমন্ত্রী কে ছিলেন?

ক. এম. মনসুর আলী

খ. খন্দকার মোশতাক আহমদ

গ. কামরুজ্জামান

ঘ. সৈয়দ নজরুল ইসলাম।

৪. ছাত্রলীগ কবে প্রতিষ্ঠিত হয়?

ক. ১৯৪৯ সালে         খ. ১৯৪৮ সালে

গ. ১৯৩৮ সালে        ঘ. কোনটাই নয়।

৫. প্রাচ্যের ডান্ডি নামে খ্যাত কোনটি?

ক. মংলা          খ. চট্টগ্রাম

গ. নারায়ণগঞ্জ            ঘ. টঙ্গী

৬. বাংলার আদি জনপদের অধিবাসীরা কোন জাতির অন্তর্ভুক্ত?

ক. বাঙালি      খ. আর্য

গ. নিষাদ         ঘ. আলপাইন।

৭. সমতট জনপদ কোথায় অবস্থিত?

ক. রংপুর অঞ্চলে       খ. খুলনা অঞ্চলে

গ. কুমিল্লা        ঘ. সিলেট অঞ্চলে।

৮. অশোক কোন বংশের সম্রাট ছিলেন?

ক. মৌর্য          খ. গুপ্ত

গ. পুষ্যভূতি     ঘ. কুশান।

৯. Constitution is the way of life the state has chosen for itself. এই উক্তিটি কার?

ক. Plato           খ. Aristotal

গ. S.E Firer      ঘ. Wheare

১০. বাংলাদেশের অস্থায়ী সংবিধান আদেশ জারী করেন কে?

ক. শেখ মুজিবর রহমান

খ. সৈয়দ নজরুল ইসলাম

গ. খন্দকার মোশতাক

ঘ. মোহাম্মদ উল্লাহ

১১. প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ ঘোষণাটি বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ আছে?

ক. ৭                খ. ৮

গ. ২৮ ঘ. ৪৪

১২. সংবিধানের কোন অধ্যায় এ সংবিধান সংশোধনের বিধান আছে?

ক. ১০ম           খ. ৯ম

গ. একাদশ       ঘ. ৭ম

১৩. মেছতা এক জাতীয়—

ক. পাট            খ. ধান

গ. তামাক       ঘ. তুলাগাছ

১৪.অতীশ দীপঙ্কর বাংলাদেশের বর্তমান কোন জেলার বাসিন্দা ছিলেন?

ক. টাঙ্গাইল      খ. মুন্সিগঞ্জ

গ. চট্টগ্রাম        ঘ. ফরিদপুর

১৫. বাংলাদেশের সর্বোচ্চ শহীদ মিনার কোথায় অবস্থিত?

ক. ঢাকা মেডিকেল কলেজের সামনে

খ. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে

গ. রাজশাহী বিশ্ববিদ্যালয়ে

ঘ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে

১৬. ‘ফোর্থ এস্টেট’ বলতে কী বুঝায়?

ক. সম্পত্তি                   খ. ক্ষমতা

গ. সংবাদপত্র               ঘ. রাজনীতি

১৭. কোনটি রবি ফসল নয়?

ক. টমেটো                   খ. মুলা

গ. কচু             ঘ. গম

১৮.পুঁজি অর্থনীতির নিয়ন্ত্রক কোনটি?

ক. ভোগ                      খ. সরকার

গ. বাজেট                    ঘ. জনগণ।

১৯.বিশ্বের প্রথম ইসলামী ব্যাংক কোনটি?

ক. বাহরাইন ইসলামী ব্যাংক

খ. ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ

গ. কাতার ইসলামী ব্যাংক

ঘ. মিসরের মিটগামার ব্যাংক।

১০. বাংলাদেশ সরকারের ব্যাংকার কে?

ক. Bangladesh Bank

খ. Agrani Bank

গ. Sonali Bank

ঘ. BSB

২১. বাংলাদেশে প্রথম আদমশুমারি কত সালে অনুষ্ঠিত হয়?

ক. ১৯৭৪        খ. ১৯৭৯

গ. ১৯৮২        ঘ. ১৯৯৮.

২২. জনসংখ্যা বৃদ্ধির সামাজিক কারণ নয়-

ক. জলবায়ু                  খ. নিরক্ষরতা

গ. পুরুষের আধিক্য  ঘ. বিনোদনের অভাব।

২৩. বাংলাদেশে এক নম্বর জাতীয় সামাজিক সমস্যা কোনটি?

ক. খাদ্য সমস্যা                     খ. জনসংখ্যা সমস্যা

গ. মাদকাসক্তি সমস্যা           ঘ. নিরক্ষতা সমস্যা

২৪. বাংলাদেশে কোন উপজাতীয় সংখ্যা সবচেয়ে বেশি?

ক. Garo                         খ. Chakma

গ. Marma        ঘ. Murong

২৫. ঢাকা পৌরসভা কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল?

ক. ১৯০৬       খ. ১৮৬৪

গ. ১৯১৯        ঘ. ১৮৪০

২৬. বাংলাদেশের কোন শহরটিকে প্রথম সাইবার সিটি বলা হয়।

ক. সিলেট        খ. ঢাকা

গ. চট্টগ্রাম        ঘ. রাজশাহী

২৭. বাংলাদেশের স্থানীয় সরকার কাঠামোর সর্বনিম্ন স্তর কোনটি?

ক. থানা           খ. উপজেলা

গ.  গ্রাম সরকার        ঘ. ইউনিয়ন পরিষদ

২৮. Whitepaper কী?

ক. এক ধরনের আইন

খ. সংবাদপত্র   গ. সাদা চিঠি

ঘ. সরকার কর্তৃক প্রকাশিত তথ্য বিবরণী

২৯. জনগণের সরাসরি ভোটে বাংলাদেশে প্রথম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয় কখন?

ক. ১৯৭৩        খ. ১৯৭৮

গ. ১৯৭১         ঘ. ১৯৮২

৩০. ১৯৫৪ সালের যুক্তফ্রন্টের ২১ দফা দাবির ১৮নং দাবি কী?

ক. ২১ শে ফেব্রুয়ারিকে শহীদ দিবস ও সরকারি ছুটির দিন ঘোষণা করতে হবে।

খ. ঐতিহাসিক লাহোর প্রস্তাব অনুযায়ী পূর্ব বাংলার পূর্ণ স্বায়ত্তশাসন প্রদান করা হবে।

গ. নিয়মিত ও অবাধ নির্বাচনের ব্যবস্থা করা হবে।

ঘ. সকল প্রকার দুর্নীতি নির্মূল করা হবে।

উত্তরমালা : ১.ঘ ২.খ ৩.খ ৪.খ ৫.গ ৬.গ ৭.গ ৮.ক ৯.খ ১০.ক ১১.ক ১২.ক ১৩.ক ১৪.খ ১৫.খ ১৬.গ ১৭.গ ১৮.ঘ ১৯.ঘ ২০.ক ২১.ক ২২.গ ২৩.খ ২৪.খ ২৫.খ ২৬.ক ২৭.ঘ ২৮.ঘ ২৯.খ ৩০.ক।
Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।