৩৪তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু

নিজস্ব প্রতিবেদক:৩১১৪তম বিসিএসের আবশ্যিক বিষয়ে লিখিত পরীক্ষা শুরু হয়েছে। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আগামী ৩১ মার্চ পর্যন্ত চলবে লিখিত পরীক্ষা।

সোমবার সকাল ১০টায় ইংরেজি প্রথম পত্রের পরীক্ষার মধ্য দিয়ে লিখিত পরীক্ষা শুরু হয়। বিকেলে অনুষ্ঠিত হবে ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা।

২০১৩ সালের ৭ ফেব্রুয়ারি ৩৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে কমিশন। বিভিন্ন ক্যাডারে ২ হাজার ৫২ পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

২০১৩ সালের মে মাসে অনুষ্ঠিত ৩৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় ১ লাখ ৯৫ হাজার পরীক্ষার্থী অংশ নেন। গত বছরের ৮ জুলাই কোটার ভিত্তিতে প্রিলিমিনারির ফল প্রকাশ হয়। এতে ১২ হাজার ৩৩ জন উত্তীর্ণ হন। প্রকাশিত ফলে মেধাবীরা অনেকেই বাদ পড়েন। পরে বিষয়টি নিয়ে আন্দোলন শুরু হলে ১৪ জুলাই পুনর্মূল্যায়িত ফল প্রকাশ করা হয়। সে ফলাফলে ৪৬ হাজার ২৫০ জন উত্তীর্ণ হয়।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।