২০১৮ সালে সরকারি ছুটি ২২ দিন

নিজস্ব প্রতিবেদক: ২০১৮ সালে মোট ২২ দিন সরকারি ছুটি ভোগ করবে বাংলাদেশ। এর মধ্যে ৭ দিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিনে।

সোমবার ( ০৬ নভেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে ২০১৮ সালের এই ছুটির তালিকা অনুমোদন দেয়া হয়েছে।

সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের জানান, ২০১৮ সালের জন্য ১৪ দিন সাধারণ ছুটি এবং নির্বাহী আদেশে ৮ দিন সরকারি ছুটি মিলিয়ে মোট ২২ দিন ছুটি থাকবে।

সাধারণ ছুটির মধ্যে চারদিন শুক্র-শনি ও নির্বাহী আদেশে সরকারি ছুটিতে তিনদিন পড়েছে শুক্র-শনিবার।

চলতি ২০১৭ সালে মোট ২২ দিন সরকারি ছুটি ছিল। এর মধ্যে ১০ দিনের ছুটি পড়েছিল সাপ্তাহিক ছুটির মধ্যে।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।