২০১৬ থেকেই পিএসসি পরীক্ষা বাতিলের দাবি

ঢাকা: ২০১৮ নয়, ২০১৬ সালpsc pic_115883 থেকেই প্রাইমারি স্কুল সার্টিফিকেট (পিএসসি) পরীক্ষা বাতিলের মাধ্যমে শিশুদের ওপর মানসিক চাপ বন্ধের দাবি জানিয়েছেন অভিভাবকরা।

সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষার্থীদের অভিভাবকদের উদ্যোগে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে শিক্ষার্থীদের অভিভাবকরা বলেন, ২০১৮ সাল থেকে পিএসসি পরীক্ষা বন্ধের ঘোষণা সরকারের প্রসংশনীয় উদ্যোগ।

কিন্তু আমাদের দাবি ২০১৮ সাল নয়, ২০১৬ সাল থেকেই এ পরীক্ষা বন্ধ করতে হবে।

তারা বলেন, কোনো প্রয়োজন ছাড়া পিএসসি পরীক্ষার নামে শুধু শুধু কোমলমতি শিশুদের উপর অসহনীয় মানসিক চাপ ও অভিভাবকদের সীমাহীন হয়রানি করা হচ্ছে। অবিলম্বে এই হয়রানি বন্ধ করতে হবে।

জিপিএ-৫ এর কথা বলে স্কুলগুলোতে বাচ্চাদের ওপর বাড়তি পড়ার চাপ প্রয়োগ করা হচ্ছে। স্কুল শেষে অভিভাবকরা কোচিংসহ পড়া শেষ করতে বাড়িতে রাত ১২টা পর্যন্ত শিশুদের পড়াতে বাধ্য হচ্ছেন। এ চাপ অবিলম্বে বন্ধ করতে হবে।

মানববন্ধন শেষে শিক্ষা মন্ত্রণালয়ে স্বারকলিপি প্রদান করা হবে বলেও জানান অভিভাবকরা।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।