১৮ বছরে সর্বনিম্ন বেকারত্বের হার

জুন ২, ২০১৮:

দেওয়া কথা রাখছেন ট্রাম্প…!

২০১৬ সালে নির্বাচনী প্রচারণাকালে ডোনাল্ড ট্রাম্প জনসম্মুখে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি যদি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হন, তাহলে পুরো যুক্তরাষ্ট্রকে দারিদ্রমুক্ত করে তুলবেন।

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর থেকে তিনি কখনই তার কথার নড়চড় করেননি। ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতে চলতে গিয়ে তার নিতে হয়েছে অসংখ্য সিদ্ধান্ত যা তাকে বিশ্বের কাতারে সবচেয়ে আলোচিত সমালোচিত প্রেসিডেন্ট করে তোলে।

তার এই প্রতিশ্রুতির পরিপ্রেক্ষিতেই দুদিন আগে ইইউ, কানাডা, মেক্সিকোর স্টিল ও অ্যালুমিনিয়ামের ওপর শুল্কারোপ করার সিদ্ধান্ত নেন ট্রাম্প। যদিও তিনি যুক্তরাষ্ট্রকে স্বনির্ভর করে তোলার জন্য এই সিদ্ধান্ত নেন, তবে বিশ্বজুড়ে এর বিপরীত প্রভাব পড়লে ইইউ যুক্তরাষ্ট্রের পণ্যের ওপরেও শুল্কারোপ করার সিদ্ধান্ত নেন।

তবে ট্রাম্পের উদ্দেশ্য এবং বৈশ্বিক প্রতিক্রিয়া যাই হোক না কেন – ট্রাম্পের প্রতিশ্রুতি অনুযায়ী যুক্তরাষ্ট্রের বেকারত্বের হার ঠিকই কমছে।

চলতি বছরের মে মাসেই পুরো যুক্তরাষ্ট্র জুড়ে ২ লক্ষ ২৩ হাজার নতুন চাকরি তৈরি হয়েছে। এসময় বেকারত্বের হার ৩.৯ শতাংশ থেকে কমে ৩.৮ শতাংশে গিয়ে দাঁড়ায়, যা গত ১৮ বছরের মার্কিন ইতিহাসে সর্বনিম্ন। ২০০০ সালের এপ্রিল মাসে বেকারত্বের হার ছিল ৩.৮ শতাংশ, যা তৎকালীন সময়ে সর্বনিম্ন হিসেবে ঘোষিত হয়েছিল।

এই বছরে বেসরকারি চাকরির ঘন্টা প্রতি বেতন বেড়েছে গড়ে ২.৭ শতাংশ। অর্থনীতিবিদরা আশা করছেন, পরবর্তী মাসে প্রায় আড়াই লক্ষ নতুন চাকরি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এসময়ে অবশ্য মার্কিন প্রবৃদ্ধি প্রায় ২.২ শতাংশের কাছাকাছি গিয়ে দাঁড়ায়।

সূত্র : বিবিসি

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।