১৫ তম নিবন্ধনের ফল প্রকাশ রোববার

অনলাইন ডেস্ক,১৭মে:

১৫তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী ১৯মে রোববার। শিক্ষা মন্ত্রণালয় থেকে সম্মতি দিলেই এই ফল প্রকাশ করা হবে। শিক্ষা মন্ত্রণালয় ও এনটিআরসিএ সূত্রে এ তথ্য জানা গেছে।


বৃহস্পতিবার এনটিআরসিএ সূত্র জানিয়েছে, ফলাফলে কোন ত্রুটি বিচ্যুতি আছে কি না তা শেষবারের মত যাচাই বাছাই করা হচ্ছে। যাচাই বাছাই শেষ হলে রোববার (১৯ মে) ১৫তম নিবন্ধনের প্রিলিমিনারির ফল প্রকাশ করার পরিকল্পনার কথা জানিয়েছেন তারা।

এর আগে গত মঙ্গলবার (১৪ মে) শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ফল প্রকাশের সম্মতি জানিয়েছেন বলে উপমন্ত্রী নিজেই নিশ্চিত করেন। ওইদিনই উপমন্ত্রী সরকারি সফরে চীন গমন করেন।

এরমধ্যে অবশ্য ফল প্রকাশের বিষয়ে শিক্ষামন্ত্রীর সম্মতি পেতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো: সোহরাব হোসাইনের সাথে এনটিআরসিএ চেয়ারম্যান একাধিকবার সাক্ষাৎ করেছেন বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় সূত্র।

মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, ‘শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বর্তমানে বিদেশে অবস্থান করছেন। বিদায়ী সপ্তাহের শুরুতেই ফল প্রস্তুত। মঙ্গলবার প্রিলিমিনারির ফল প্রকাশের সম্মতি চেয়েছিল এনটিআরসিএ। শনিবার শিক্ষামন্ত্রী দেশে ফিরলে আবারো সম্মতি চাওয়া হবে। সব ঠিক থাকলে রোববার ফল প্রকাশ করা হবে। ’

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।