স্থায়ী পে কমিশন পেল সরকারি কর্মকর্তারা

ডেস্ক: বাংলাদেশে ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাস উদ্দিনকে প্রধান করে স্থায়ী পে অ্যান্ড সার্ভিসেস কমিশন গঠন করা হয়েছে। আজ রবিবার বিকেলে অর্থ মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

কমিশনে তিনজন পূর্ণকালীন সদস্য, ১২ জন খণ্ডকালীণ সদস্য এবং একজন সদস্য সচিব থাকবেন।

farash-uddin-300x271গত ৩০ অক্টোবর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন কাঠামো নির্ধারণ এবং বিভিন্ন ক্যাডারদের মধ্যে বেতন বৈষম্য দূর করতে দুইটি আলাদা কমিশন গঠন করার কথা জানিয়েছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। একটি বেতন কমিশন’, অপরটি পে অ্যান্ড সার্ভিসেস কমিশন’।

জানা গেছে, বেতন কমিশন এবং পে অ্যান্ড সার্ভিসেস কমিশনের চেয়ারম্যান হবেন একই ব্যক্তি। পে অ্যান্ড সার্ভিসেস কমিশনের মেয়াদ হবে ছয় মাস, অবশ্য প্রয়োজনে এর মেয়াদ বাড়ানো যাবে। বিভিন্ন ক্যাডার ও বিভাগের বেতন বৈষম্যের বিষয়গুলো চিহ্নিত করে সুপারিশসম্বলিত প্রতিবেদন তৈরি করবে পে অ্যান্ড সার্ভিসেস কমিশন।

উল্লেখ্য, ২০০৮ সালের ৩১ আগস্ট তত্ত্বাবধায়ক সরকারের সময় বেতন কমিশন গঠন করা হয়। এরপর ২০০৯ সালের ১ জুলাই সর্বশেষ সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা বাড়ানো হয়।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।