সিলেটে শিক্ষিকা নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ।গ্রেফতার দাবী

সিলেট প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশা উপ1জেলায় দুই স্কুলশিক্ষিকাকে নির্যাতন ও লাঞ্ছিত করার প্রতিবাদে সিলেটে মানববন্ধন করেছেন শিক্ষকরা।

আজ বৃহস্পতিবার দুপুরে নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ‘সিলেট জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের’ ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তব্য দেন শিক্ষক নেতা  আবুল হোসেন, ওয়েছ আহমদ চৌধুরী জেসমিন সুলতানা, শামসুল আলম, প্রমথেশ দত্ত, শেফালী বেগম প্রমুখ। মানববন্ধন শেষে শিক্ষকরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেন।

স্মারকলিপিতে বলা হয়, দেশের বিভিন্ন স্থানে শিক্ষকদের ওপর নির্যাতনের ঘটনা ঘটছে। গত ৩ মার্চ সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দিপালী রাণী দাস ও মনি রাণী তালুকদারকে শ্রেণিকক্ষে পাঠদানরত অবস্থায় নির্মমভাবে নির্যাতন ও লাঞ্ছিত করে বিদ্যালয় থেকে বের করে দেওয়া হয়। এর নেতৃত্বে ছিলেন বিদ্যালয়ের সভাপতি সর্বানন্দ তালুকদার। কিন্তু জড়িতদের বিরুদ্ধে এখনো কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি।

শেষে শিক্ষকরা প্রধানমন্ত্রীর কাছে দেশের সব শিক্ষকদের নিরাপত্তা কামনা করেন।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।