সাড়ে ৩ হাজার দারিদ্র্য ও মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি প্রদান করেছে পিকেএসএফ

নিজেস্ব প্রতিবেদক : ১১ মে : নির্বিঘ্নে পড়াশুনা চালিয়ে নেয়ার লক্ষ্যে ৩ হাজার ৪২৪ দারিদ্র্য ও মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি দিয়েছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)।

 বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে পিকেএসএফ ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এ শিক্ষাবৃত্তি দেয়া হয়।

পিকেএসএফ-এর কর্মসূচি সহায়ক তহবিল-এর আওতায় প্রত্যেক শিক্ষার্থীকে ১২ হাজার টাকা করে সর্বমোট ৪ কোটি ১০ লাখ ৮৮ হাজার টাকার বৃত্তি প্রদান করা হয়।

পিকেএসএফ-এর সভাপতি ড. কাজী খলীকুজ্জমান আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন পিকেএসএফ-এর ব্যবস্থাপনা পরিচালক মো.আবদুল করিম।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।