শেরপুরে জঙ্গিবাদ প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত

এম. সুরুজ্জামান, শেরপুর প্রতিনিধি: শেরপুর সরকারি কলেজে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে জঙ্গিবাদ প্রতিরোধে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ আগস্ট রবিবার দুপুরে কলেজ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. ছারওয়ার জাহানের সার্বিক তত্ত্বাবধানে এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক শিব শংকর কারুয়ার সঞ্চালনায়, এতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. একেএম রিয়াজুল হাসান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কলেজের উপাধ্যক্ষ মোঃ সারোয়ার জাহান, কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুর রশিদ, ডাঃ সেকান্দর আলী কলেজের অধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল, জেলা ছাত্রলীগের সভাপতি জুনায়েদ নুরানী মনি প্রমুখ।

এসময় প্রধান অতিথি হুইপ আতিক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে সমগ্র জাতি আজ ঐক্যবদ্ধ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে একাত্তরে জাতি যেমন ঐক্যবদ্ধ হয়ে মহান মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েছিল, ঠিক তেমনি এবারও তারা জঙ্গিমুক্ত বাংলাদেশ গড়ার আন্দোলনে ঝাপিয়ে পড়েছে। সেই আন্দোলনে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদেরও অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

আলোচনা শেষে জাতীয় শিশু বিতর্ক প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। এতে শেরপুর সরকারি কলেজের সকল শিক্ষক-কর্মকর্তা, বিভিন্ন শ্রেণির প্রায় দুই হাজার শিক্ষার্থীসহ স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।