শিক্ষিকার হামলাকারীর উপযুক্ত শাস্তির নির্দেশ মন্ত্রণালয়ের

চট্রগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়ায় শ্রেণিকক্ষে ঢুকে শিক্ষিকার হাত-পা ভেঙে দেওয়া বখাটের সর্বোচ্চ শাস্তি এবং আহত শিক্ষিকার সুচিকিৎসার ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

সচিবালয়ে নিজ দফতরে বুধবার দুপুরে এ কথা জানান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের দায়িত্বে থাকা অতিরিক্ত সচিব মো. নজরুল ইসলাম খান। তিনি বলেন, ‘বখাটের হাতে শিক্ষক আহত হওয়ার খবর পেয়ে বুধবার সকালেই আমরা দ্রুত ব্যবস্থা নিয়েছি। আসামি ধরাও পড়েছে। আমি ডিসিকে বলেছি, আইনগতভাবে বখাটের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে যা যা করার তা করুন। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলেছি, তাদের বলেছি আহত শিক্ষকের যেন স্পেশালি কেয়ার নেওয়া হয়।’

‘আমি চট্টগ্রামের ডিসি (জেলা প্রশাসক) ও উপ-পরিচালককে বলেছি, এ ব্যাপারে সর্বোচ্চ অ্যাটেনশন দিতে হবে। তাদের দু’জনকেই হাসপাতালে গিয়ে শিক্ষিকাকে দেখতে বলেছি। আরো কোনো সহায়তা করার থাকলে আমরা করব’ যোগ করেন নজরুল ইসলাম। এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবহিত আছেন বলেও জানান তিনি। হামলার বিষয়টি প্রধানমন্ত্রীও অবগত বলে জানায় মন্ত্রণালয়।

পটিয়া উপজেলার দক্ষিণ ভূর্ষি ‌ইউনিয়নের পূর্ব ডেঙ্গামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মঙ্গলবার ক্লাস চলাকালে সহকারী শিক্ষিকা মিসফা সুলতানাকে (২৫) খন্তা দিয়ে পিটিয়ে হাত-পা ভেঙে দেয় এক বখাটে। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাকে স্থানান্তর করা হয়। এরইমধ্যে হামলাকারী আহসান উল্লাহ টুটুলকে (৩০) আটক করেছে পুলিশ। টুটল একই এলাকার আনোয়ার হোসেনের ছেলে।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।