শিক্ষার্থীদের চুল ছেঁটে দেয়ায় প্রধান শিক্ষক বরখাস্ত

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি | ১০ ফেব্রুয়ারি, ২০২০
নাটোরের বড়াইগ্রামের জোয়াড়ি উচ্চ বিদ্যালয়ের অর্ধশত ছাত্রের চুল ছেঁটে নির্যাতন করার দায়ে প্রধান শিক্ষক সেকেন্দার আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুরে চুল ছাঁটার এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলিপ কুমার দাস জানান, জোয়াড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেকেন্দার আলী কয়েকদিন আগে ছাত্রদের চুল ছাঁটার নির্দেশ দেন। প্রধান শিক্ষকের সে নির্দেশে অনেকেই চুল না ছাঁটায় প্রধান শিক্ষক রোববার দুপুরে শ্রেণিকক্ষে ঢুকে সপ্তম থেকে দশম শ্রেণির প্রায় অর্ধশত ছাত্রের চুল কাঁচি দিয়ে ছেঁটে দেন। এ সময় কাঁচির আঘাতে বেশ কয়েকজন শিক্ষার্থী জখম হয়। এতে অভিভাবকসহ স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে ওঠেন।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।