শিক্ষামন্ত্রীর বক্তব্যের সত্যতা নেই বললেন ঢাবি উপাচার্য

অনলাইন ডেস্ক:

শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক আ. আ. ম. স আরেফিন সিদ্দিক। তিনি বলেছেন, শিক্ষামন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তার সত্যতা নেই। তিনি কার কাছে বা কোন শিক্ষকের কাছে এমন অসত্য তথ্য শুনেছেন তা স্পষ্ট করেননি।
শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা পরিদর্শনে এসে উপাচার্য এ কথা বলেন।
ঢাবি উপাচার্য বলেন, আমরা যে প্রশ্ন করি তা টেক্সবুক থেকে করা হয়। কোনো গাইড বইয়ের সঙ্গে যদি তা মিলে যায় তাহলে আমাদের কিছু করার নেই। কিন্তু মাননীয় শিক্ষামন্ত্রী ঢাবির ভর্তিপ্রশ্ন নিয়ে যে কথা বলেছেন তার কোনো সত্যতা নেই।
বুধবার সচিবালয়ে জেএসসি-জেডিসি পরীক্ষার প্রস্তুতি সভায় শিক্ষামন্ত্রী বলেছিলেন, শিক্ষার্থী বাছাইয়ে ফুটপাত থেকে অখ্যাত লেখকদের বই কিনে তা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রশ্ন করা হয়।

মানবকন্ঠ

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।