শিক্ষক সমাজ অবহেলিত,কর্মকর্তা সন্মানিত (যবিপ্রবি)

jobiযবি সংবাদদাতা : যারা সম্মানের জন্য শিক্ষকতা পেশাকে গ্রহণ করেছেন বর্তমানে তারা সম্মানের বদলে অভিশপ্ত জীবন কাটাচ্ছেন।

যারা জাতি গঠনের দায়িত্বে নিয়োজিত তারাই অবহেলিত তেমনি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৬-২০১৭ সেশনের ভর্তি পরীক্ষা কমিটিতে প্রধান পরিদর্শক হিসাবে এক কর্মচারীকে পদ দেবার জন্য বিভিন্ন ধরনের হুমকি ও আলটিমেটাম দেওয়া হয় শিক্ষকদের।

এক কর্মচারীর নির্দেশ মান্য করতে  হবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এ ঘটনা মনে হয় ইতিহাসে বিরল।যেখানে শিক্ষকদের যথাযথ সন্মান দেওয়া হয় না,সেখানে শিক্ষার্থীরা কী শিখবে?

আজ যবিপ্রবি শিক্ষকরা মাননীয় উপাচার্য প্রফেসর ড.আব্দুস সাত্তারের হাতে জিম্মি। ভর্তি পরীক্ষার রেজিষ্ট্রিশন ফি বাবদ মোট টাকার পরিমান, ৩,০২,৪৭,০০০/=(তিন কোটি দুই লক্ষ সাতচল্লিশ হাজার টাকা)।

যার ২০% হারে অর্থাৎ ৬০,৪৯,৪০০/=(ষাটলক্ষ ঊনপঞ্চাশ হাজার চারশত টাকা) মাননীয় উপাচার্য প্রফেসর আব্দুস সাত্তার আত্নসাৎ করেছে।০২.১১.২০১৬ তারিখে শিক্ষক সমিতির আলোচনা সভায় এসব তথ্য উঠে আস।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।