শিক্ষক জলির মৃত্যু তদন্ত করবে রাবি কর্তৃপক্ষ

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক আকতার জাহান জলির মৃত্যু তদন্ত করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শনিবার রাতে রাবির সিন্ডিকেট সভায় ‘যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ অভিযোগ কমিটি’ পুনর্গঠন শেষে কমিটিকে এ দায়িত্ব দেয়া হয়।

সিন্ডিকেট সদস্য মামুন আব্দুল কাইয়ুম জানান, ‘যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ নীতিমালা-২০১০’ এর আলোকে শনিবার সিন্ডিকেটে সাত সদস্যের এ কমিটি পুনর্গঠন করা হয়। এতে প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক সেলিনা পারভীনকে সভাপতি ও উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ফেরদৌসীকে সদস্য সচিব করা হয়। এসময় শিক্ষক জলির মৃত্যুর ঘটনাটির তদন্তভার এ কমিটিকে দেয়া হয়।

প্রসঙ্গত, গত ৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনের নিজ কক্ষ থেকে শিক্ষক জলির মরদেহ উদ্ধার করা হয়। ওইদিন কক্ষ থেকে একটি ‘সুইসাইড নোট’ উদ্ধার করে পুলিশ। পরে জলির ছোট ভাই কামরুল হাসান বাদী হয়ে নগরীর মতিহার থানায় আত্মহত্যায় প্ররোচনার মামলা দায়ের করেন।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।