শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের ক্লাস বর্জন

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক সুব্রত সাহার ওপর বহিরাগতদের হামলার প্রতিবাদে ও দুষ্কৃতকারীদের গ্রেফতারের দাবিতে উত্তপ্ত হয়ে উঠেছে ক্যাম্পাস।

মঙ্গলবার সকাল থেকে শিক্ষক-শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বের করে। শিক্ষকের উপর হামলাকারীরা গ্রেফতার না হওয়া পর্যন্ত ক্লাসে ফিরবে না বলে ঘোষণা দিয়েছে কলেজের শিক্ষার্থীরা।

এর আগে সোমবার বিকেল ৫টার দিকে শিক্ষক সুব্রত সাহা কলেজ থেকে বাসায় ফেরার পথে বহিরাগত জুয়েল মিয়া দুখুসহ (২৫) তার সহযোগীরা অতর্কিত হামলা চালায় তার ওপর। সহকর্মীরা আহত শিক্ষককে উদ্ধার করে সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যান।

এ ঘটনায় ওই শিক্ষক ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। রাতেই ঘটনার সঙ্গে জড়িত একজনকে গ্রেফতার করেছে বলে জানিয়েছে পুলিশ।

শিক্ষক সুব্রত সাহা লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার বিভাগের ইনস্ট্রাক্টর। আর হামলাকারী মামলার প্রধান আসামি দুখু সদর উপজেলার লাহারকান্দি গ্রামের আজাদ খন্দকারের ছেলে। অন্য আসামিরা হলেন, বাঞ্চানগর গ্রামের নাজমুল ইসলাম তারেক, আবির নগরের শাহ আলম হেলালের ছেলে শাহ মোহাম্মদ রাফি ও পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আরমান হোসেন মঞ্জু।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।