শিক্ষকদের দাবি যেন পূরণ না হয়

খুশি কবির : আমাদের শিক্ষকরা হলেন জাতি গড়ার কারিগর। আমাদের সংবিধানে রয়েছে, যারা যে চাকরি করে, তাদের নূন্যতম মজুরী দিতে হবে। সে মজুরী অনুযায়ী তারা যেন সুষ্ঠুভাবে বেঁচে থাকতে পারে। শিক্ষকরা যদি সঠিকভাবে শিক্ষা দিয়ে থাকেন, তাহলে ২টি জিনিস তাদেরকে অবশ্যই দিতে হবে। শিক্ষাদান করার মানসিকতা বৃদ্ধি করতে হবে। তারা যেন ভালভাবে বেঁচে থাকতে পারে, তারা শিক্ষাটাকে নিয়ে বাণিজ্য না করে, সে ব্যবস্থা থাকতে হবে। এজন্য সকল শিক্ষকদের অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে সম্মান দেওয়া উচিত।

তাহলে তারা কেন আজ প্রেসক্লাবের সামনে অনশনে নামবে? এজন্য তাদের এমনভাবে বেতন ধরা হয়, সেটি দিয়ে যেন তারা বেঁচে থাকতে পারে, স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে, এজন্য তাদের দাবিটি যৌক্তিক কি-না, সেটি বর্তমান সরকারকে বিবেচনা করতে হবে। তাদের দাবিটি যেন নিরাশ না হয়ে যায়, তারা যেন নিরাশ হয়ে বাড়িতে না ফিরতে হয়, সে ব্যবস্থা করতে হবে। একই সাথে, সকল শিক্ষক ছেলেমেয়েদে কে ভাল করে শিক্ষা দিবেন, এটা আম্র প্রত্যাশা।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।