শাবিতে শিবির-পুলিশ সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫

জেলা প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রশিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশের ছোঁড়া রাবার বুলেটে পাঁচ শিবির কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৭টা ১৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সকাল সোয়া ৭টার দিকে ছাত্র ধর্মঘটের সমর্থনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ভবনের ক্লাস রুমে তালা ঝুলিয়ে দেয় শিবির কর্মীরা। এরপর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে মিছিল বের করে তারা। মিছিল শুরুর পরপরই পুলিশ মিছিলকে লক্ষ্য করে রাবার বুলেট নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়। একপর্যায়ে শিবির নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে। এসময় পুলিশ প্রায় ত্রিশ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করলে পাঁচ শিবিরকর্মী গুলিবিদ্ধ হয়।

এরপর ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন ও বেশ কয়েকটি ভ্যান টহল দিতে দেখা গেছে।
প্রসঙ্গত, বিশ্বদ্যিালয় শাখা ছাত্রশিবিরের ১৪ নেতাকর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে ছাত্রশিবিরের ডাকা ছাত্র ধর্মঘটের দ্বিতীয় দিন আজ।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।