শক্তিশালী ভূমিকম্পে কাঁপল গোটা দেশ

স্টাফ রিপোর্টার: শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী ঢাকাসহ গোটা দেশ। রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৯। বুধবার রাত ৭ টা ৫৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস1জিএসের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের মাওলাইক থেকে ৭৪ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। সংস্থাটি জানায়, ইন্ডিয়া-ইউরোশিয়া প্লেটের ঘর্ষণে এ ভূমিকম্প উৎপন্ন হয়। এর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের ১৩৪ কিলোমিটার গভীরে। বার্তা সংস্থা রয়টার্স বলছে, মিয়ানমারে রিখটার স্কেলে ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এছাড়া বাংলাদেশের আবহাওয়া অধিদফতরের পরিচালক শামসুদ্দিন আহমেদ জানান, উৎপত্তিস্থলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ২। বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে ৪২০ কিলোমিটার পূর্ব দিকে মিয়ানমারে ছিল এ ভূমিকম্পের উৎপত্তিস্থল। মিয়ানমারের নিকটবর্তী হওয়ায় বাংলাদেশের চট্টগ্রাম এবং কুমিল্লা অঞ্চলে এ ভূমিকম্প বেশি অনুভূত হয়। শক্তিশালী এ ভূমিকম্পে ঢাকার ভবনগুলো দুলতে থাকে। এ সময় আতংকিত লোকজন বাসাবাড়ি ও বিভিন্ন ভবন থেকে রাস্তায় বেরিয়ে আসে। উদ্বিগ্ন অনেককেই মোবাইলফোনে আত্মীয়-স্বজনদের খোঁজ-খবর নিতে দেখা যায়। ভূমিকম্পে আতংকিত হয়ে হুড়োহুড়ি করে নামতে গিয়ে রাজধানীর মগবাজার এলাকায় একটি মাদ্রাসার কয়েকজন ছাত্র আহত হয়েছে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।