রাতে কী কোনোভাবে আমাকে তোমার প্রয়োজন হতে পারে?

বিনোদন ডেস্ক, ১৭ এপ্রিল ২০১৯

বেশ কিছুদিন ধরেই ‘মি টু’ ঝড় আছড়ে পড়েছে গোটা বলিউডে। অভিনেত্রী তনুশ্রী দত্ত শুরুটা করলেও পরবর্তীতে তার সমর্থনে এগিয়ে এসেছেন আরও অনেকে। এবার সে তালিকায় যোগ হলেন বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে।

তার কথায়, ‌‘শুধু নারীরাই নয়, এ ক্ষেত্রে পুরুষদেরও বিষয়টি নিয়ে মুখ খোলা দরকার। তাহলেই কাস্টিং কাউচের ঘটনা আটকানো যাবে।’ পরে নিজের ভয়ানক এক অভিজ্ঞতার কথা শেয়ার করেন অভিনেত্রী।

রাধিকা বলেন, ‌‘সম্প্রতি আমার সঙ্গে একটা ঘটনা ঘটেছে। শুটিং শেষ করে আমি আমার ঘরে ফেরার জন্য লিফটে উঠি। সে সময় সেই লিফটে আরও এক ব্যক্তি উঠেছিল। ওই ব্যক্তিও আমার সঙ্গে একই ফিল্মে কাজ করছিলেন, তবে আমাদের মধ্যে তেমন কথা হয়নি। আসলে কথা বলার প্রয়োজন পড়েনি আমার। লিফটে হঠাৎই ওই ব্যক্তি আমায় বললেন, আমার জানার দরকার রাতে কী কোনোভাবে আমাকে তোমার প্রয়োজন হতে পারে? মধ্যরাতে এসে আমি তোমার পিঠে হাত বুলিয়ে দিতে পারি।’

রাধিকা বলেন, ‘মাঝ রাতে এসে ওই ব্যক্তি দরজায় ধাক্কাতে থাকেন। আমি দরজা খুলিনি। খুব ভয় পেয়ে গিয়েছিলাম। বাইরে থেকে ওই অভিনেতা বলছিলেন, একবার দরজা খোলো, সারা জীবন এই রাত তুমি ভুলবে না। আমি কোনো আওয়াজ করিনি। কিছুক্ষণ পর চলে যায় লোকটা। জীবনে আর কখনো দেখা হয়নি তার সঙ্গে আমার।’

তিনি আরও জানান, ‘ওই ছবির শুটিং সেটের পরিবেশ অনেকটাই স্বাভাবিক ও স্বচ্ছ্ন্দ ছিল। যদিও ওই ঘটনার কথা আমি ছবির পরিচালককে জানিয়েছিলাম, তিনি ওই ব্যক্তির সঙ্গে কথা বলেন। পরে পরিচালক আমায় জানিয়েছিলেন; আসলে ওই ব্যক্তি এ ধরনের পরিবেশেই অভ্যস্ত, তাই ওর পক্ষে বোঝা সম্ভব হয়নি যে এটা আমার কাছে খুবই অস্বস্তিকর, অপমানজনক ছিল।’

অবশ্য ওই ব্যক্তি পরে তার কাছে ক্ষমা চেয়েছিলেন বলেও জানান রাধিকা আপ্তে।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।