রাজশাহী সায়েন্স ল্যাবের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা নিহত

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী :

জেলার মোহনপুরে সড়ক দুর্ঘটনায় রাজশাহী সায়েন্স  ল্যাবরেটরির  প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মনসুর আলী (৫৪) নিহত হয়েছেন।

শুক্রবার সকালে মোহনপুর উপজেলার বিদ্যাধরপুর কালীতলা ব্রিজের কাছে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। ড. মনসুর আলী নওগাঁ জেলার ধামইরহাট এলাকার আক্কেল আলীর ছেলে। রাজশাহীর বোয়ালিয়া থানার চন্দ্রিমা আবাসিক এলাকায় তার নিজস্ব বাড়ি আছে।

এ ঘটনায় প্রাইভেটকারের চালক শরিয়ত হোসেন আহত হয়েছেন। তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শরিয়ত হোসেন নগরীর শাহ মখদুম থানার নওদাপাড়া এলাকার মৃত আজাহার হোসেনের ছেলে।

মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাসুদ পারভেজ জানান, যাকাতের কাপড় নিয়ে মনসুর আলী গ্রামের বাড়ি নওগাঁর ধামইরহাটে যাচ্ছিলেন। পথে কালীতলা ব্রিজের কাছে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে মনসুর আলী গুরুতর আহত হন। তাকে রামেক হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ৬টার দিকে মৃত ঘোষণা করেন।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।