রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয় প্রথম বর্ষে ভর্তির কার্যক্রম স্থগিত

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ruet_5928_12487হরতাল-অবরোধের কারণে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্সের ভর্তির কার্যক্রম স্থগিত করা হয়েছে। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক শহীদ উজ জামান জানিয়েছেন, ১৪ ডিসেম্বর মেধাক্রম অনুযায়ী প্রথম বর্ষে ছাত্রছাত্রীদের ভর্তি করার কথা ছিল। অনিবার্য কারণে ভর্তির এই কার্যক্রম স্থগিত করা হয়েছে। ভর্তির পরবর্তী তারিখ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নোটিশ বোর্ডে এবং (www.ruet.ac.bd) ওয়েবসাইট থেকে জানা যাবে।

গত ১৬ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা হয়। এ বছর বিশ্ববিদ্যালয়ের ৬৯০টি আসনে ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত তিন হাজার ১৪ জন শিক্ষার্থীর তালিকা প্রকাশ করা হয়। এ ছাড়া আর্কিটেকচার বিভাগে ৩০ সিটে ভর্তির জন্য ১২৪ জনকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়। ১৪ ডিসেম্বর মেধাক্রম অনুযায়ী ভর্তির তারিখ নির্ধারিত ছিল।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।