যৌন হয়রানি: মাস্টার্স কার্যক্রম থেকে জবির ৩ শিক্ষককে অব্যাহতি

জগন্নাথ বিশ্ববিju-pic_124333দ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক মীর মোশারফ হোসেন (রাজীব মীর), বর্ণনা ভৌমিক ও প্রিয়াঙ্কা স্বর্ণকারকে বিভাগের মাস্টার্স শ্রেণির একাডেমিক ও অন্যান্য কার্যক্রম থেকে অব্যাহতি দিয়ে অফিস আদেশ জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

নিজ বিভাগের এক ছাত্রীকে অনৈতিক প্রস্তাব দেয়ার অভিযোগে মীর মোশারফ হোসেন (রাজীব মীর) এবং তাকে সহযোগিতার অভিযোগে আরও দুই শিক্ষককে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শিক্ষার্থীদের কাছ থেকে বিভিন্ন অভিযোগ পাওয়ার পর বিষয়টি খতিয়ে দেখতে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পেয়ে গত মঙ্গলবার রাজীব মীরসহ তিন শিক্ষককে পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত মাস্টার্সের সব কার্যক্রম থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. সেলিম ভূঁইয়া বলেন, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে শিক্ষক রাজীব মীরের বিরুদ্ধে নৈতিক স্খলন, অনৈতিক প্রস্তাব, হুমকি প্রদানসহ নানা বিষয়ে শিক্ষার্থীরা অভিযোগ করেছেন।
f

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।