মোবাইলে দ্রুত চার্জ দেবেন যেভাবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক : নতুন মোবাইল ফোন কেনার পর চার্জিং নিয়ে সেভাবে সমস্যা হয় না। কিন্তু ফোন একটু পুরনো হতেই সমস্যা বাড়তে থাকে। ফোন ফুল চার্জ হতে অনেক সময় লেগে যায়। তবে কিছু নিয়ম মানলে ফোন দ্রুত চার্জ করা সম্ভব। যেমন, ফোন একটু পুরনো হলে নিয়মিত সেটিকে আপডেট করা। এর ফলে ফোন যেমন স্লো হবে না, তেমনি ফোনের ব্যাটারিও ভাল থাকবে। ব্র্যান্ডেড চার্জার ব্যবহার করা। কম্পিউটার বা ওয়্যারলেস চার্জিং করলেও চার্জ হতে সময় বেশি লাগে। ফলে প্লাগ পয়েন্ট থেকে ফোন চার্জ করাই শ্রেয়।

চার্জিংয়ের সময়ে যেসব নিয়ম মেনে চলবেন :
১. ফোন চার্জে বসানোর সময়ে ব্যাটারির সেভিং মোড অন করে দিতে পারেন।
২. ফোন চার্জ করার সময়ে ফ্লাইট মোড অ্যাক্টিভেট করে দিন। এর ফলে কলিং, ইন্টারনেট ও জিপিএস সবই বন্ধ থাকবে।
৩. যেখানে ফোন চার্জ করছেন সেই জায়গাটি খুব গরম বা ঠান্ডা হলে চার্জিংয়ে বেশি সময় লাগে। অতিরিক্ত গরমে ফোন চার্জ করলে ফোনের তাপমাত্রাও বেড়ে যায়। ফলে অত্যন্ত ধীর গতিতে ফোন চার্জ হয়।
৪. ফোন যদি অফ করে চার্জ দেন, তা হলেও সেটি দ্রুত চার্জ হবে।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।