‘মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত হলে জঙ্গিবাদ থাকবে না’

nahidশিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করা সম্ভব হলে সন্ত্রাস ও জঙ্গিবাদ থাকবে না।

শনিবার বিকেলে রংপুর জিলা স্কুল মাঠে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড আয়োজিত ‘শিক্ষার উন্নত পরিবেশ ও জঙ্গিবাদমুক্ত শিক্ষাঙ্গন’ শীর্ষক সমাবেশে তিনি একথা বলেন।

শিক্ষকদের আরো আন্তরিক ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, জঙ্গিবাদ প্রতিরোধে সমাজের সর্বস্তরের মানুষকে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।পাশাপাশি  মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।

তিনি আরো বলেন, সবাই সচেতন হলে জঙ্গিরা আর মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। এ সময় শিক্ষার্থীদের প্রতি আরো বেশি নজর দিতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান শিক্ষামন্ত্রী।

সমাবেশে সভাপতিত্ব করেন দিনাজপুর শিক্ষাবোর্ডের  চেয়ারম্যান অধ্যাপক আহমদ  হোসেন। সমাবেশে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব  চৌধুরী  মোফাত আহমেদ, মাদ্রাসা শিক্ষাবোর্ডের  মহাপরিচাক বিল্লাল  হোসেন, সংসদ সদস্য অধ্যাপক  গোলাম  মোস্তফা, বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ, পুলিশের উপমহাপরিদর্শক খন্দকার  গোলাম ফারুক, জেলা প্রশাসক রাহাত আনোয়ার, পুলিশ সুপার মিজানুর রহমানসহ রংপুর বিভাগের আট  জেলার স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।