মাউশির জরুরি ৪ নির্দেশনা

মাউসি

ডেস্ক,৭ মার্চ:

মাধ্যমিক পর্যায়ের সব স্কুলে শিখন-শেখানো কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ হিসেবে চারটি প্রজেক্টভিত্তিক শিখন কার্যক্রম হাতে নিয়েছে সরকার। যা ধারাবাহিক মূল্যায়নের অংশ হিসেবে সম্পন্ন করার নির্দেশ দেয়া হয়েছে।

জাতীয় শিক্ষাক্রমের নির্দেশনা অনুযায়ী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে এই চারটি সচেতনতামূলক প্রজেক্টভিত্তিক শিখন কার্যক্রম হাতে নিয়েছে সরকার।

গত শুক্রবার (৬ মার্চ) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক প্রফেসর ড. মো. গোলাম ফারুখ স্বাক্ষরিত এই নির্দেশনা জারি করে মাউশি।

নির্দেশনায় বলা হয়, সব স্কুলকে এ চারটি প্রজেক্টভিত্তিক শিখন কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে। এসব কর্যক্রম গুরুত্বের সঙ্গে তদারকি ও সহযোগিতা করতে মাঠ পর্যায়ের সব কর্মকর্তাকেও নির্দেশ দিয়েছে মাউশি।

মাউশির জরুরি ৪ নির্দেশনা গুলো হল-

আইসিটির সঠিক ব্যবহার- মুজিববর্ষের অঙ্গীকার।

সুস্থতা ও সুষম খাদ্য- মুজিব বর্ষের প্রতিপাদ্য।

মুজিববর্ষে অনড় পণ- পরিবেশ সংরক্ষণ।

সকল কাজকে সম্মান দেই- মুজিববর্ষে শপথ নেই।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।