মহাসমাবেশের ডাক দিয়েছে প্রাথমিকের শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক,২১ সেপ্টেম্বর:
প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা শুক্রবার এক মতবিনিময় সভায় আগামী ২৫ অক্টোবর রাজধানীতে মহাসমাবেশের ডাক দিয়েছেন।

শুক্রবার বিকালে পুরানা পল্টনের মুক্তিভবনে আয়োজিত বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক মহাজোটের মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।


২০১৫ সালে বাস্তবায়ন হওয়া অষ্টম পে স্কেলে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন হয় একাদশ গ্রেডে, যেখানে মূল বেতন ১২ হাজার ৫০০ টাকা। আর সহকারী শিক্ষকদের বেতন হয় দ্বাদশ গ্রেডে, যেখানে মূল বেতন ১১ হাজার ৩০০ টাকা। এরপর থেকে একাদশ গ্রেডে বেতনের দাবি জানিয়েছেন আসছে সহকারী শিক্ষকরা।

সভা শেষে মহাজোটের সদস্য আমিনুল হক জানান, প্রাথমিক সহকারী শিক্ষকদের চারটি সংগঠনের ৮০ জন প্রতিনিধি মতবিনিময় সভায় অংশ নেন। সেখানে উপজেলা পর্যায় থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত প্রতি শুক্রবার কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়।

তিনি বলেন, ২৭ সেপ্টেম্বর সংবাদ সম্মেলনের মাধ্যমে কর্মসূচি ঘোষণা দেওয়া হবে। মহাসমাবেশের আগে ৪ অক্টোবর উপজেলা, ১১ অক্টোবর জেলা এবং ১৮ অক্টোবর বিভাগীয় পর্যায়ে শিক্ষকদের সমাবেশ অনুষ্ঠি হবে।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।