ভুয়া ডিগ্রি, চাকরি গেল ২১৪ স্কুল শিক্ষকের

ডেস্ক,২ ডিসেম্বর:

ভুয়া বিএড ডিগ্রি দেখানোয় ২১৪ জন স্কুল শিক্ষককে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। সোমবার শিক্ষা অধিদপ্তর তাদের বহিষ্কার করে। এর মধ্যে ভাতের উত্তর প্রদেশের এটাহ জেলায় ১১৬ জন ও মৈনপুরীতে ৭৪ জনসহ মোট ২১৪ জনকে বহিষ্কার করা হয়।

বিশেষ তদন্তকারী দল এই শিক্ষকদের পেশ করা নথিতে গরমিল পাওয়ার পরই এ পদক্ষেপ নেই সে রাজ্যের সরকার।

ভুয়া ডিগ্রিধারী শিক্ষকদের সনাক্ত করতে ২০১৭ সালে তদন্তের নির্দেশ দেন পুলিশের ডিজিপি। বিশেষ তদন্তকারী দলের তদন্তে উঠে আসে, আগ্রা বিশ্ববিদ্যালয় নামে একটি প্রতিষ্ঠান মোট ৪,৭০৪ জনকে ভুয়া ডিগ্রি বিলি করেছে। তার মধ্যে ১,৪২৪ জন ওই শংসাপত্র দেখিয়ে স্কুল শিক্ষকের চাকরিও পেয়ে যান। শিক্ষা বিভাগে এখনো বহাল তবিয়তে চাকরি করছেন তারা।

উত্তর প্রদেশের শিক্ষা সচিব রুবি সিং বলেন, এখনো পর্যন্ত ২১৪ জনকে চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে। ৬১৮ জনের বহিষ্কারের প্রক্রিয়ায় আদালতের স্থগিতাদেশ রয়েছে। উত্তর প্রদেশের আরও ১১টি জেলায় তদন্ত চলছে। আরও শিক্ষকের চাকরি যেতে পারে বলে জানিয়েছেন তিনি।


Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।